নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩ | প্রিন্ট
মতিন স্পিনিং মিলস পিএলসি এর ২১ তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকালে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত এ সভায় শেয়ারহোল্ডাররা সভায় ৪০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়েছে।
উক্ত সভায় সভাপতিত্ব করেন মতিন স্পিনিং মিলস পিএলসির চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ। সভায় আরও উপস্থিত ছিলেন এম.এ রহিম, ভাইস চেয়ারম্যান, এম, এ জব্বার, ব্যবস্থাপনা পরিচালক, এম এ কাদের, পরিচালক, তানজিন খুরশিদ, পরিচালক, তাসলিমা বেগম, পরিচালক, মো. আবদুস সালাম এফসিএ, এফসিএস, স্বতন্ত্র পরিচালক এবং চেয়ারম্যান অডিট কমিটি, ব্যারিস্টার শামছুল হাসান, স্বতন্ত্র পরিচালক, নিরীক্ষক, এ কে এম ফজলুল হক, এফসিএ, পাটনার হোসাইন ফরহাদ এন্ড কোং, চাটাড একাউন্টস, হারুনর রশিদ এফসিএস, সিইও হারুনর রশিদ এন্ড এসোসিয়েট (স্কুটাইনিজর), এবং মোহাম্মাদ ইমারত হোসেন এফসিএ, এফসিএস চীফ ফাইনেন্সিয়াল অফিসার।
উক্ত সভা পরিচালনা করেন কোম্পানির সচিব, মোঃ শাহ আলম মিয়া, এফসিএস।
Posted ৭:০৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩
desharthonity.com | Rina Sristy