নিজস্ব প্রতিবেদক | শনিবার, ০৪ মার্চ ২০২৩ | প্রিন্ট
যুক্তরাষ্ট্রভিত্তিক একটি সম্পদ ব্যবস্থাপনা সংস্থা আদানি গ্রুপে ১ দশমিক ৮৭ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে বলে জানিয়েছেন ভারতীয় মাল্টি-বিলিওনিয়ার গৌতম আদানি। তিনি বলেছেন, গ্রুপের চারটি কোম্পানির শেয়ার কিনেছে ফ্লোরিডা জিওজি পার্টনারস।
আদানি গ্রুপের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হিন্ডেনবার্গ রিসার্চের প্রকাশিত স্টক মার্কেট ম্যানিপুলেশন এবং আর্থিক জালিয়াতির সঙ্গে জড়িত থাকার অভিযোগের পর থেকে বিপদেই ছিলেন ভারতীয় ধনকুবের আদানি ও তার গ্রুপ। মার্কেটে তার শেয়ারের দাম হু হু করে নামতে থাকে।
হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্ট ২৪ জানুয়ারি প্রকাশ হয়। তারপর থেকে আদানি গ্রুপের সাতটি স্টক মার্কেট-তালিকাভুক্ত কোম্পানির মূল্য আনুমানিক ১৩৫ বিলিয়ন ডলার কমে যায়। এমন প্রেক্ষাপটে এই বিনিয়োগে নিশ্চয় স্বস্তি পাচ্ছেন আদানি।
হিন্ডেনবার্গ রিসার্চের অভিযোগ অবশ্য শুরু থেকেই অস্বীকার করে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেদ্র মোদির ঘনিষ্ঠ গৌতম আদানি।
ফ্ল্যাগশিপ ফার্ম আদানি এন্টারপ্রাইজসহ চারটি আদানি কোম্পানিতে জিওজি’র বিনিয়োগ ভাগ করা হবে।
আদানি গ্রুপের প্রধান আর্থিক কর্মকর্তা জুগেসিন্দর সিং বলেন, ‘এ লেনদেনটি গভর্নেন্স, ম্যানেজমেন্ট অনুশীলন এবং আদানি পোর্টফোলিওর জন্য বিশ্বব্যাপী বিনিয়োগকারীদের আস্থার প্রতিফলন।’
Posted ৯:৩৭ পূর্বাহ্ণ | শনিবার, ০৪ মার্চ ২০২৩
desharthonity.com | Rina Sristy