বুধবার ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

রপ্তানি খাদ্যপণ্যের সনদ মিলবে অনলাইনে

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৭ আগস্ট ২০২৩ | প্রিন্ট

রপ্তানি খাদ্যপণ্যের সনদ মিলবে অনলাইনে

রপ্তানিমুখী খাদ্যপণ্যের সনদ ব্যবস্থা ডিজিটাল প্রক্রিয়ায় রূপান্তর করা হয়েছে। এ জন্য ই-হেলথ সার্টিফিকেট ও অনলাইন ল্যাবরেটরি রেপোজিটরি শীর্ষক একটি প্রকল্প চালু করা হয়েছে। ফলে রপ্তানি ও পণ্যের গুণগতমান বৃদ্ধি এবং অল্প সময়ে পণ্য রপ্তানির সনদপত্র দিতে পারবে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)। রপ্তানিকারকরা অনলাইনে বিএফএসএর ওয়েবসাইটে আবেদন করলে সহজেই এ সনদ পাবেন।

গতকাল রোববার রাজধানীর গুলশানে হোটেল রেনেসাঁয় প্রকল্পটির উদ্বোধন করা হয়েছে।

অনুষ্ঠানে জানানো হয়, মার্কিন যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের পৃষ্ঠপোষকতায় পরিচালিত বাংলাদেশ ট্রেড ফ্যাসিলিটেশন (বিটিএফ) প্রকল্প ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যৌথভাবে এ প্রক্রিয়া বাস্তবায়ন করছে। এ প্রক্রিয়ার মাধ্যমে রপ্তানি ও পণ্যের গুণগতমান বৃদ্ধি এবং অল্প সময়ে পণ্য রপ্তানির সনদপত্র প্রদান করবে বিএফএসএ। এতদিন এ সনদপত্র দেওয়া হতো ম্যানুয়্যাল পদ্ধতিতে।

অনুষ্ঠানে খাদ্য সচিব মো. ইসমাইল হোসেন বলেন, এর মাধ্যমে একদিকে যেমন রপ্তানি বাড়বে, তেমনি কৃষক পণ্যের ন্যায্যমূল্য পাবেন। পাশাপাশি খাদ্যের অপচয় রোধ ও বৈশ্বিক মানের সঙ্গে সমন্বয় করে পণ্য উৎপাদন সহজ হবে।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান আব্দুল কাইউম সরকার বলেন, ই-হেলথ সার্টিফিকেশন ও ল্যাব অটোমেশনের সম্মিলনে খাদ্যের গুণগতমান ও রপ্তানি বাড়বে।

Facebook Comments Box
advertisement

Posted ১:২০ অপরাহ্ণ | সোমবার, ০৭ আগস্ট ২০২৩

desharthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
ভারপ্রাপ্ত সম্পাদক
গোলাম ফারুক
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01759881611

E-mail: editor@desharthonity.com