বুধবার ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

বিএসইসির সার্ভেইল‍্যান্সে অনিয়ম থাকতে পারে: দুদক

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫ | প্রিন্ট

বিএসইসির সার্ভেইল‍্যান্সে অনিয়ম থাকতে পারে: দুদক

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সার্ভেইল‍্যান্স সিস্টেমের ব্যবহারের ক্ষেত্রে অনিয়ম হয়ে থাকতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারা।

সোমবার (১০ মার্চ) বিএসইসির সার্ভেইল‍্যান্স সিস্টেম তদন্তে এসে এমন শঙ্কার কথা জানিয়েছেন তারা।

এদিন বেলা সাড়ে ১১টা থেকে বিএসইসি কার্যালয়ে অভিযান শুরু করে দুদক টিম। এতে দুদকের দুই সহকারী পরিচালকের নেতৃত্বে চার সদস্যের একটি টিম অংশ নেন।

অভিযান শেষে দুদকের সহকারী পরিচালক রাজু আহমেদ সাংবাদিকদের বলেন, বিএসইসির সার্ভেইল‍্যান্স সিস্টেমটি নির্ধারিত রুমের বাইরে আলাদা আরেক রুমে সংযোগ ছিল। অথচ সার্ভেইল‍্যান্স পুঁজিবাজার সংবেদনশীল অংশ। এখান থেকে তথ‍্যপাচারের মাধ‍্যমে বাজারে ম‍্যানিপুলেশন হতে পারে।

তিনি বলেন, ক‍্যাপিটাল মার্কেট ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় রেগুলেটরি ইনফরমেশন সিস্টেম সফটওয়্যার, যেটা ইনস্টল করার কথা ছিল, কিন্তু করা হয়নি। যে প্রকল্প ২০১৮ সালে শুরু হয়ে ২০২২ সালে শেষ হয়ে গেছে। কিন্তু ইনস্টল হয়নি, ব‍্যবহার হয়নি, পিসিআর হয়নি এবং হস্তান্তর হয়নি।

তিনি আরও বলেন, এই প্রকল্পের বাজেট ছিল ২৮ কোটা টাকা। প্রাথমিকভাবে এখানে অনিয়ম হতে পারে বলে মনে হয়েছে। এ সংক্রান্ত রেকর্ডপত্র আরও যাচাই করতে হবে। এ নিয়ে প্রকল্প পরিচালকের সাইফুর রহমানের সঙ্গে কথা বলবো।

অর্থসূচক/

Facebook Comments Box
advertisement

Posted ২:০২ অপরাহ্ণ | মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫

desharthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
ভারপ্রাপ্ত সম্পাদক
গোলাম ফারুক
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01759881611

E-mail: editor@desharthonity.com