বৃহস্পতিবার ২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

‘স্মার্ট বাংলাদেশ গড়তে বিনিয়োগ সম্প্রসারণের বিকল্প নেই’

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০৬ মার্চ ২০২৪ | প্রিন্ট

‘স্মার্ট বাংলাদেশ গড়তে বিনিয়োগ সম্প্রসারণের বিকল্প নেই’

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া বলেছেন, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন্য বিনিয়োগ সম্প্রসারণের কোনো বিকল্প নেই। বিনিয়োগকারীদের প্রয়োজনীয় সেবাসহ অন্য তথ্যাদি সুরক্ষার জন্য বিডা সবসময় অঙ্গীকারবদ্ধ।

 

বুধবার (মার্চ ৬) বিডার কনফারেন্স হলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এদিন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) সঙ্গে বিডার সমঝোতা স্মারক সই হয়।

 

এসময় বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন, বর্তমান প্রযুক্তিময় পৃথিবীতে তথ্যই শক্তি এবং তথ্য সুরক্ষা গুরুত্বপূর্ণ। বিডা ও বিসিসির মধ্য এ সমঝোতা স্মারক বাস্তবায়নের ফলে আইআরএমএস (ইনফরমেশন অ্যান্ড রেকর্ডস ম্যানেজমেন্ট সোসাইটি)-সহ সব ডাটা বিসিসির ন্যাশনাল ডাটা সেন্টারে স্থানান্তর হবে। যার মাধ্যমে বিনিয়োগ সংক্তান্ত সেবাসমূহের তথ্য আরও বেশি সুরক্ষিত থাকবে।

 

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বিডা সচিব ড. খন্দকার আজিজুল ইসলাম সমঝোতা চুক্তি স্বাক্ষরের গুরুত্ব এবং প্রেক্ষাপট বিষয়ে সংক্ষিপ্ত তথ্যাদি তুলে ধরে বলেন, উন্নত বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে বিনিয়োগকারীদের সব বিনিয়োগসেবা একই প্ল্যাটফর্ম থেকে প্রদানের লক্ষ্য ২০১৮ সালে ওএসএস আইন বা ‘ওয়ান স্টপ সার্ভিস আইন, ২০১৮’ পাস হয়। যার পরিপ্রেক্ষিতে ২০১৯ সালে বিডা ওএসএসের কার্যক্রম শুরু হয়। এরই মধ্যে আমরা ৪৮টি প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক করেছি। তার মধ্যে বর্তমানে ৩৮টি প্রতিষ্ঠানের ১১৩টি বিনিয়োগসেবা দেওয়া হচ্ছে।

 

তিরি আরও বলেন, এতদিন বিডা ওএসএসের তথ্যাদি বিজনেস অটোমেশনের সার্ভারে সংরক্ষিত ছিল। সমঝোতা স্মারক সই হওয়ায় হোস্টিংসহ বিডা ওএসএস ও আইআরএমএসের সব তথ্য ন্যাশনাল ডাটা সেন্টারে সুরক্ষিত থাকবে।

 

অনুষ্ঠানে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল নির্বাহী পরিচালক রণজিৎ কুমার বলেন, এই চুক্তির ফলে এখন থেকে বিডা ওএসএস ও আইআরএমএস ডাটা সংরক্ষণ ও সুরক্ষায় একসঙ্গে কাজ করবে এনডিসি ও বিসিসি।

 

সমঝোতা স্মারকটি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সই করেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের সচিব ড. খন্দকার আজিজুল ইসলাম এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল নির্বাহী পরিচালক রণজিৎ কুমার।

 

অনুষ্ঠানে বিডার ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, বাংলাদেশ ডাটা সেন্টার কোম্পানি লিমিটেড ও ডিজিটাল নিরাপত্তা এজেন্সির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
বিষয় :
advertisement

Posted ৪:৪৩ অপরাহ্ণ | বুধবার, ০৬ মার্চ ২০২৪

desharthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
ভারপ্রাপ্ত সম্পাদক
গোলাম ফারুক
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01759881611

E-mail: editor@desharthonity.com