নিজস্ব প্রতিবেদক | শনিবার, ০৬ জানুয়ারি ২০২৪ | প্রিন্ট
বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনায় দগ্ধ তিনজনের অবস্থা এখনো শঙ্কামুক্ত নয়। রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসকরা জানান, শ্বাসনালী পোড়ার কারণে তারা আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন তারা।
গতকাল শুক্রবার (৫ জানুয়ারি) রাত ৯টার দিকে রাজধানীর কমলাপুর রেল স্টেশনের অদূরে গোপীবাগে এ আগুনের ঘটনা ঘটে। ওই সময় বগি থেকে দুই শিশুসহ চারটি মরদেহ উদ্ধার করা হয়।
আজ শনিবার সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন বলেন, দগ্ধ তিনজনের মধ্যে একজন ডা. কৌশিক বিশ্বাস (৩২), অন্যরা হলেন আসিফ মোহাম্মদ খান (৩০) ও নাজিফ আলম (২২)।
এক প্রশ্নের জবাবে সাংবাদিকদের তিনি বলেন, দগ্ধ তিনজন রোগীর মধ্যে দুজনকে এইচডিইউতে রাখা হয়েছে।
Posted ২:১৮ অপরাহ্ণ | শনিবার, ০৬ জানুয়ারি ২০২৪
desharthonity.com | Rina Sristy