বুধবার ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

মঙ্গলবার থেকে ফ্যামিলি কার্ড ছাড়া মিলবে টিসিবির ডাল-তেল-আলু-পেঁয়াজ

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৩ নভেম্বর ২০২৩ | প্রিন্ট

মঙ্গলবার থেকে ফ্যামিলি কার্ড ছাড়া মিলবে টিসিবির ডাল-তেল-আলু-পেঁয়াজ

ফ্যামিলি কার্ড ছাড়াও এবার রাজধানীতে টিসিবির মসুর ডাল, সয়াবিন তেল, আলু ও পেঁয়াজ ন্যায্যমূল্যে পাওয়া যাবে।

মঙ্গলবার ২৫-৩০টি ট্রাকের মাধ্যমে এসব পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হবে।

সোমবার সকালে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।

বাণিজ্য সচিব বলেন, ‘আগামীকাল থেকে রাজধানীতে ২৫ থেকে ৩০টি ট্রাকে মসুর ডাল, সয়াবিন তেল, আলু ও পেঁয়াজ টিসিবির মাধ্যমে বিক্রি করা হবে। একেকজন ২ কেজি মসুর ডাল, ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি আলু ও ২ কেজি পেঁয়াজ কিনতে পারবেন। প্রতিটি ট্রাক থেকে প্রায় ৩০০ জনকে এ পণ্য দেওয়া হবে। টিসিবির ফ্যামিলি কার্ডের বাইরে এ পণ্য বিক্রি হবে। এর ফলে নতুন করে ৯ হাজার পরিবার এ সুবিধায় যুক্ত হবে।’

সচিব জানান, ট্রাকে প্রতি কেজি মসুর ডাল ৬০ টাকা, প্রতি লিটার সয়াবিন তেল ১০০ টাকা, প্রতি কেজি আলু ৩০ টাকা ও প্রতি কেজি পেঁয়াজ ৫০ টাকায় বিক্রি করা হবে। চিনি পাওয়া গেলে দেওয়া হবে। আপাতত চিনি দেওয়া হবে না।

তিনি বলেন, ‘রাজধানীতে অনেক দরিদ্র ও ভাসমান মানুষ বসবাস করছেন, যাদের জাতীয় পরিচয়পত্র গ্রামের ঠিকানায় করা। এ জন্য তারা বঞ্চিত হচ্ছেন। এসব দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের কথা চিন্তা করে সরকার খোলাবাজারে তেল-ডাল-আলু ও পেঁয়াজ বিক্রির সিদ্ধান্ত নিয়েছে।’

তিনি আরও বলেন, ‘সম্প্রতি দ্রব্যমূল্য বেড়ে যাওয়ায় নিম্ন আয়ের মানুষের কষ্টের কথা চিন্তা করে সরকার এই সিদ্ধান্ত নিচ্ছে। যাতে করে নিম্ন আয়ের ও ভাসমান মানুষেরা এখান থেকে সুলভ মূল্যে পণ্য কিনতে পারে।’

কত দিন এ কার্যক্রম চলবে এ বিষয়ে সুনির্দিষ্ট করে বলেননি সচিব। তিনি জানান, শুক্র-শনিবার ছাড়া সব কর্মদিবসে কার্যক্রম চলমান থাকবে।

Facebook Comments Box
advertisement

Posted ৭:৪৮ অপরাহ্ণ | সোমবার, ১৩ নভেম্বর ২০২৩

desharthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
ভারপ্রাপ্ত সম্পাদক
গোলাম ফারুক
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01759881611

E-mail: editor@desharthonity.com