
নিজস্ব প্রতিবেদক | রবিবার, ০৯ মার্চ ২০২৫ | প্রিন্ট
গ্রেপ্তার এড়াতে আজ অফিসে আসেননি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ১৬ কর্মকর্তা। বুধবার (০৫ মার্চ) চেয়ারম্যান ও কমিশনারগণকে অবরুদ্ধ করে রাখাসহ নানা অভিযোগে অভিযুক্ত তারা।
গত বুধবার বাধ্যতামূলক অবসরে পাঠানো নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে পুনর্বহাল ও নতুন চেয়ারম্যান ও কমিশনারদের অপসারণসহ চার দফা দাবিতে আন্দোলন করেন বিএসইসির কর্মকর্তারা। এসময় চেয়ারম্যান ও তিন কমিশনারকে প্রায় চার ঘণ্টা কার্যালয়ের ভেতরে আটকে রাখেন তারা। পরে সেনা বাহিনীর সদস্যরা তাদের উদ্ধার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (০৬ মার্চ) বিএসইসির চেয়ারম্যানসহ পুরো কমিশনারের পদত্যাগের দাবিতে কর্মবিরতি পালন করেন বিএসইসির কর্মকর্তারা। ফলে দিনভর বন্ধ থাকে বিএসইসির কার্যক্রম।
বৃহস্পতিবার সকালে বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ ও তিন কমিশনার অর্থ উপদেষ্টা, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন।
পরে যৌথবাহিনীর কঠোর নিরাপত্তার মধ্যে বিকেল ৩টার দিকে চেয়ারম্যান ও কমিশনাররা কার্যালয়ে ফিরে যান। এই ঘটনার পর চেয়ারম্যানের নিরাপত্তারক্ষী বুধবারের ঘটনায় মামলা দায়ের করেন।
এ মামলায় আসামী করা হয়েছে বিএসইসির সাবেক নির্বাহী পরিচালক সাইফুর রহমান (৫৮), নির্বাহী পরিচালক মাহবুবুল আলম (৫৭) নির্বাহী পরিচালক রেজাউল করিম (৫৪), পরিচালক আবু রায়হান মো. মোহতাছিন বিল্লা (৫১), অতিরিক্ত পরিচালক নজরুল ইসলাম (৫০), যুগ্মপরিচালক রাশেদুল ইসলাম (৪৮), উপপরিচালক বনী ইয়ামিন (৪৫), উপপরিচালক আল ইসলাম (৩৮), উপপরিচালক শহিদুল ইসলাম (৪২), উপপরিচালক তৌহিদুল ইসলাম (৩২), সহকারী পরিচালক জনি হোসেন (৩১), সহকারী পরিচালক রায়হান কবীর (৩০), সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন (৩০), সহকারী পরিচালক আব্দুল বাতেন (৩২), লাইব্রেরিয়ান মো. সেলিম রেজা বাপ্পী (৩১) এবং ব্যক্তিগত কর্মকর্তা আবু ইউসুফকে (২৯)।
এদিকে অভিযুক্তদের কেউ কমিশন ভবনে কাজে যোগদানের চেষ্টা করলে তাকে গ্রেপ্তারের জন্য বিএসইসি ভবন এলাকাতেও আগে থেকেই পুলিশ প্রস্তুত থাকবে বলে জানিয়েছেন শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম আজম।
তিনি বলেন, অভিযুক্তদের গ্রেপ্তার করতে ইতিমধ্যে মাঠে নেমেছেন তারা। তাদের সন্ধান চলছে।
Posted ২:২৬ অপরাহ্ণ | রবিবার, ০৯ মার্চ ২০২৫
desharthonity.com | Rina Sristy