নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪ | প্রিন্ট
বরগুনার আমতলী সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চরম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে আমতলী উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জাহিদুল ইসলাম মিঠু মৃধা বেসরকারী ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে।
২৮ এপ্রিল আমতলী সদর উপজেলার ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। প্রচন্ড দাবদাহ উপেক্ষা করে ২৩ হাজার ভোটের মধ্যে ১৭ হাজার ৯শত ৮০ জন ভোটার ভোট প্রদান করেন। ভোটের উপস্থিতি হার ছিল শতকরা ৭৭%।
ভোটে জাহিদুল ইসলাম মিঠু মৃধা পেয়েছেন ছয় হাজার আটশত বারো ভোট। তার নিকটতম প্রার্থী বর্তমান চেয়ারম্যান মোতাহার উদ্দিন মৃধা পেয়েছেন পাঁচ হাজার ছয় শত আটান্ন ভোট। অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবুল বাশার নয়ন মৃধা পেয়েছেন পাঁচ হাজার দুই শত তেষট্টি ভোট।
রিটানিং কর্মকর্তা ও আমতলী উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সেলিম রেজা বলেন, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ উৎসব মুখর পরিবেশে আমতলী সদর ইউনিয়নের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। প্রচন্ড তাপদাহ উপেক্ষা করে ভোটারগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ সম্পন্ন হওয়ায় প্রার্থী ও ভোটারদের প্রতি তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, মামলা জটিলতায় বিগত নির্বাচন থেকে প্রতি বছর এই ইউনিয়ন পরিষদ নির্বাচন অন্য ইউনিয়ন পরিষদ এর সাথে একত্রে না হয়ে আলাদা তারিখে অনুষ্ঠিত হয়ে থাকে।
Posted ২:৫৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
desharthonity.com | Rina Sristy