মঙ্গলবার ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

চট্টগ্রামে ৫০০ বস্তা ভারতীয় চিনিসহ ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২১ এপ্রিল ২০২৪ | প্রিন্ট

চট্টগ্রামে ৫০০ বস্তা ভারতীয় চিনিসহ ব্যবসায়ী আটক

অবৈধ উপায়ে আমদানি করা ৫০০ বস্তা ভারতীয় চিনিসহ একজনকে আটক করেছে র‍্যাব। রোববার (২১ এপ্রিল) দুপুরে র‍্যাবের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়।

আটক মো. বোরহান আলমদার (২৭) পটিয়ার আলমদার পাড়া এলাকার মো. আমিন শরীফের ছেলে।

বোরহানকে চট্টগ্রামের বাকলিয়া থানাধীন মধ্যম চাক্তাই চালপট্টি এলাকা থেকে আটক করা হয়।

র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নূরুল আবছার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, অসাধু ব্যবসায়ী চাক্তাই চালপট্টি এলাকায় শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় চিনি আমদানি করে বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। ওই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে শনিবার (২০) দিবাগত রাতে বোরহানকে গ্রেপ্তার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তার দেখানো মতে একটি লরির ভেতর থেকে ৫০০ বস্তা (২৫ মেট্রিক টন) ভারতীয় চিনি এবং চিনি পরিবহনে ব্যবহৃত একটি লরি জব্দ করা হয়।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন কৌশল অবলম্বন করে শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় চিনি আমদানি করত সে। অবৈধভাবে মজুত রেখে বেশি মূল্যে সেগুলো বিক্রয় করে আসছিল। উদ্ধার করা ভারতীয় চিনির আনুমানিক মূল্য ৩৭ লাখ ৫০ হাজার টাকা। তাকে বাকলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ৩:৪৫ অপরাহ্ণ | রবিবার, ২১ এপ্রিল ২০২৪

desharthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
ভারপ্রাপ্ত সম্পাদক
গোলাম ফারুক
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01759881611

E-mail: editor@desharthonity.com