নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ০৭ নভেম্বর ২০২৩ | প্রিন্ট
পোশাক শ্রমিকদের জন্য ১২ হাজার ৫০০ টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ। তাদের প্রস্তাবিত মজুরির মধ্যে মূল মজুরির প্রস্তাব করা হয়েছে ৬৩ শতাংশ। মঙ্গলবার মজুরি বোর্ডের সভায় মালিকপক্ষ এই প্রস্তাব দিয়েছে।
তবে ন্যূনতম মজুরি শেষমেশ কত হবে তার চূড়ান্ত সিদ্ধান্ত দেবে শ্রম মন্ত্রণালয়। এ বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সাংবাদিকদের ব্রিফ করার কথা রয়েছে।
মজুরি বোর্ডের সভায় মালিকপক্ষের পাশাপাশি শ্রমিক প্রতিনিধিরাও অংশ নেন। তারা সভায় আসেন দুপুর ১২টায়। আর মালিকপক্ষের প্রতিনিধিরা আসেন ১২টা ১০ মিনিটে। বেলা ১২টা ২০ মিনিটে শুরু হওয়া বৈঠক শেষ হয়ে দুপুর দেড়টায়।
ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকা নির্ধারণের দাবিতে ঢাকা, গাজীপুরসহ বিভিন্ন স্থানে আন্দোলন করছেন পোশাক শ্রমিকরা। এতে অনেক কারখানা সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। সম্প্রতি শ্রমিক সংগঠনের নেতা ও সরকারের প্রতিনিধিদের বেতন বাড়ানোর প্রতিশ্রুতি পেয়ে তারা কাজে ফিরেন।
তবে ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকা করার দাবিতে মঙ্গলবার সকাল থেকে গাজীপুরের কোনাবাড়ী ও কাশিমপুর শিল্পাঞ্চলে মহাসড়ক অবরোধ করেন পোশাক শ্রমিকরা। তারা দুটি বাসেও আগুন দিয়েছে।
Posted ৩:৪৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৭ নভেম্বর ২০২৩
desharthonity.com | Rina Sristy