নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩ | প্রিন্ট
বেসরকারি খাতে শিল্প স্থাপন, পণ্য উৎপাদন, কর্মসংস্থান সৃষ্টি এবং জাতীয় আয় বৃদ্ধিসহ অর্থনীতিতে অবদানের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার ২০২২ পেয়েছে ১২টি শিল্প প্রতিষ্ঠান।
মঙ্গলবার (৩ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছ থেকে এ পুরস্কার গ্রহণ করেন প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা।
দেশের বিভিন্ন অঞ্চলে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন করে মাঝারি শিল্প ক্যাটাগরিতে এ পুরস্কার পেয়েছে গ্রিন জেনেসিস ইঞ্জিনিয়ারিং লিমিটেড। এছাড়াও রানার অটোমোবাইলস লিমিটেড, জাবের অ্যান্ড জোবায়ের ফেব্রিক্স লিমিটেড, বিএসআরএম স্টিলস লিমিটেডসহ ১২টি প্রতিষ্ঠানকে এ পুরস্কার প্রদান করা হয়।
‘বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার প্রাপ্ত প্রত্যেককে নগদ অর্থ এবং সম্মাননাস্বরূপ গোল্ড মেডেল প্রদান করা হয়। এ পুরস্কার প্রাপ্তদের শিল্প মন্ত্রণালয় থেকে সিআইপি পদমর্যাদায় একটি করে পরিচয়পত্র দেওয়া হবে।
পুরস্কারপ্রাপ্তদের মেয়াদকালে সচিবালয়সহ অন্যান্য মন্ত্রণালয়ে প্রবেশে অনুমতিপত্রের দরকার হবে না। বিভিন্ন জাতীয় অনুষ্ঠানে এবং সিটি কর্পোরেশন আয়োজিত নাগরিক সংবর্ধনায় আমন্ত্রণ পাবেন। বিমানবন্দরে ভিআইপি লাউঞ্চ-২ ব্যবহারের সুবিধাসহ সরকারের শিল্পবিষয়ক নীতি নির্ধারণী কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হবেন।
গ্রিন জেনেসিস ইঞ্জিনিয়ারিং লিমিটেডের চেয়ারম্যান এ কে এম আতাউল করিম সেলিম বলেন, অর্থনীতিতে অবদান রেখে তার স্বীকৃতি পাওয়া অনেক বড় সম্মানের। এ ধরনের সম্মাননা আমাদের কাজের স্পৃহা অনেক বাড়িয়ে দেবে। আরও বেশি কর্মসংস্থানের পাশাপাশি রাজস্ব খাতেও বড় অবদান রাখতে পারব।
প্রসঙ্গত, গ্রিন জেনেসিস ইঞ্জিনিয়ারিং লিমিটেডের কর্ণধার এ কে এম আতাউল করিম এর আগে দুইবার দেশ সেরা করদাতা এবং ছয়বার সিলেটের বিভাগের সেরা করদাতা হিসাবে সম্মাননা পেয়েছেন।
২০২২ সালের জন্য বৃহৎ, মাঝারি, ক্ষুদ্র, মাইক্রো, কুটির ও হাই-টেক শিল্প ক্যাটাগরিতে ১২টি শিল্প প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হয়। এর আগে গত ৬ আগস্ট নির্বাচিত প্রতিষ্ঠানগুলোর নাম প্রকাশ করে প্রজ্ঞাপন জারি করে শিল্প মন্ত্রণালয়।
বৃহৎ শিল্প ক্যাটাগরিতে ১ম হয়েছে রানার অটোমোবাইলস লি., ২য় হয়েছে জাবের অ্যান্ড জোবায়ের ফেব্রিক্স লি., ৩য় হয়েছে বিএসআরএম স্টিলস্ লি.।
মাঝারি শিল্প ক্যাটাগরিতে ১ম হয়েছে নিতা কোম্পানি লি. এবং ২য় হয়েছে নোমান টেরি টাওয়াল মিলস্ লি.।
ক্ষুদ্র শিল্প ক্যাটাগরিতে ১ম হয়েছে হযরত আমানত শাহ স্পিনিং মিলস্ লি., ২য় হয়েছে বসুমতী ডিস্ট্রিবিউশন লি. এবং ৩য় হয়েছে টেকনো মিডিয়া লি.।
মাইক্রো শিল্প ক্যাটাগরিতে শুধু ১টি প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে, গ্রিন জেনেসিস ইঞ্জিনিয়ারিং লি.।
কুটিরশিল্প ক্যাটাগরিতে শুধু ১টি প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে সামসুন্নাহার টেক্সটাইল মিলস্ এবং হাইটেক শিল্প ক্যাটাগরিতে ১ম হয়েছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লি. এবং ২য় হয়েছে সুপার স্টার ইলেক্ট্রিক্যাল অ্যাক্সেসরিজ লি.।
১ম পুরস্কার হিসেবে প্রত্যেককে ৩ লাখ টাকা ও ২৫ গ্রাম স্বর্ণখচিত ক্রেস্ট, ২য় পুরস্কার হিসেবে প্রত্যেককে ২ লাখ টাকা ও ২০ গ্রাম স্বর্ণখচিত ক্রেস্ট এবং ৩য় পুরস্কার হিসেবে প্রত্যেককে ১ লাখ টাকা ও ১৫ গ্রাম স্বর্ণখচিত ক্রেস্ট দেওয়া হচ্ছে। স্বর্ণের ক্রেস্টগুলো ১৮ ক্যারেট মানের স্বর্ণ দ্বারা নির্মিত। এছাড়া পুরস্কারপ্রাপ্ত সবাইকে সম্মাননাপত্র দেওয়া হয়।
Posted ৭:৫৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩
desharthonity.com | Rina Sristy