সোমবার ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ডিসিওর সদস্য পদ পেতে চুক্তি সই করেছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট

ডিসিওর সদস্য পদ পেতে চুক্তি সই করেছে বাংলাদেশ

বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে ডিসিওর (ডিজিটাল কোঅপারেশন অর্গানাইজেশন) সদস্য হিসেবে অন্তর্ভুক্তিকরণের চুক্তি সই করেছে। নিউইয়র্কে ডিসিওর সেক্রেটারি জেনারেল দিমাহ্‌ আল ইয়াহ্‌ইয়ার সঙ্গে হওয়া এক বৈঠকে এ চুক্তি করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

বুধবার (২০ সেপ্টেম্বর) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী নিজের ভেরিফায়েড ফেসবুকে এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে ডিসিওর সদস্য হিসেবে অন্তর্ভুক্তিকরণের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ আজ সারাবিশ্বের কাছে অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এ সদস্যপদ অর্জনের মাধ্যমে আমাদের চারটি সুযোগ সৃষ্টি হয়েছে।

পলক বলেন, ডিসিওর ১৫টি সদস্য রাষ্ট্রের সঙ্গে আমাদের ডিজিটাল উদ্যোক্তাদের কাজ করার সুযোগ সৃষ্টি হয়েছে। বিভিন্ন দেশ থেকে আমাদের দেশে বিনিয়োগের সুযোগ সৃষ্টি হয়েছে, পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আমাদের সাইবার সিকিউরিটিকে আরও সুসংহত করার সুযোগ সৃষ্টি হয়েছে, এবং স্টার্টআপ পাসপোর্ট নিয়ে কাজ করার সুযোগ সৃষ্টি হবে।

তিনি বলেন, আমরা আশা করছি, ডিসিওর আনুষ্ঠানিক সদস্যপদ লাভের মাধ্যমে ২০৪১ সাল নাগাদ আমাদের স্মার্ট বাংলাদেশের লক্ষ্যে আমরা খুব ভালোভাবে এগিয়ে যেতে পারব।

Facebook Comments Box
advertisement

Posted ২:১১ অপরাহ্ণ | বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩

desharthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
ভারপ্রাপ্ত সম্পাদক
গোলাম ফারুক
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01759881611

E-mail: editor@desharthonity.com