নিজস্ব প্রতিবেদক | রবিবার, ০২ জুলাই ২০২৩ | প্রিন্ট
ঈদুল আজহা উপলক্ষে টানা ৫ দিন বন্ধ থাকার পর বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। আজ রোববার সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত ২৮ ট্রাক পণ্য আমদানি ও ৪২ ট্রাক পণ্য রপ্তানি হয়েছে।
বেনাপোল কাস্টমসের চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব অফিসার কলি মোল্লাহ জানান, ঈদ উপলক্ষে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি ৫দিন বন্ধ ছিল। রোববার সকাল থেকে পণ্য আমদানি-রপ্তানি শুরু হয়েছে। সকাল থেকে দুপুর ২ টা পর্যন্ত বাংলাদেশ থেকে ভারতের পণ্য রপ্তানি হয়েছে ৪২ ট্রাক ও আমদানি হয়েছে ২৮ ট্রাক পণ্য।
বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) আব্দুল জলিল জানান, ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটি শেষ হওয়ায় বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি শুরু হয়েছে।
Posted ২:২১ অপরাহ্ণ | রবিবার, ০২ জুলাই ২০২৩
desharthonity.com | Rina Sristy