নিজস্ব প্রতিবেদক | শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ | প্রিন্ট
নবায়নযোগ্য শক্তির প্রসার ঘটাতে দেশের রেল, সড়কসহ বিভিন্ন খাতের অব্যবহৃত জমি অধিগ্রহণ করার পরিকল্পনা করছে সরকার। এ লক্ষ্যে শিগগিরই নতুন আইন প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবীর খান।
শনিবার (৩০ নভেম্বর) রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) মিলনায়তনে নবায়নযোগ্য জ্বালানিতে অভ্যন্তরীণ আর্থিক প্রতিষ্ঠানের ভূমিকা শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা ফাওজুল কবীর খান বলেন, নবায়নযোগ্য শক্তি ছাড়া দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয়। এটি বাস্তবায়নে সরকারের সদিচ্ছা রয়েছে। নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হচ্ছে পর্যাপ্ত জায়গার অভাব। তবে রেল ও সড়কের মতো অব্যবহৃত জমি অধিগ্রহণ করে এ সমস্যার সমাধান করা হবে।
তিনি আরো বলেন, ইকোনমিক জোন নির্মাণের নামে সাধারণ মানুষের জমি অধিগ্রহণ করা হলেও সেই জমি যথাযথভাবে কাজে লাগানো হয়নি। এতে কর্মসংস্থান তৈরির যে লক্ষ্য ছিল তাও ব্যাহত হয়েছে।
ফাওজুল কবীর খান বলেন, নবায়নযোগ্য জ্বালানির প্রসারে আগের সরকারের আন্তরিকতার অভাব ছিল। তবে আওয়ামী লীগ সরকার বিশেষ ক্ষমতা আইনের অধীনে নতুন বিদ্যুৎকেন্দ্র স্থাপনের জন্য যেসব অনুমোদন দিয়েছিল সেগুলোর অনেকগুলোই এখন আর প্রযোজ্য নয়।
সরকার এখন নবায়নযোগ্য জ্বালানির উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে উপদেষ্টা জানান।
Posted ৪:২৫ অপরাহ্ণ | শনিবার, ৩০ নভেম্বর ২০২৪
desharthonity.com | Rina Sristy