সোমবার ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

জীবন বীমারসম্প্রসারণ ও চ্যালেঞ্জ মোকাবিলায় বিআইএ’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৩ অক্টোবর ২০২৪ | প্রিন্ট

জীবন বীমারসম্প্রসারণ ও চ্যালেঞ্জ মোকাবিলায় বিআইএ’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

জীবন বীমা খাতের পরিধি সম্প্রসারণ এবং বিদ্যমান চ্যালেঞ্জসমূহ মোকাবিলায় করণীয় সম্পর্কে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ)। বুধবার (২৩ অক্টোবর) সকালে রাজধানীর নয়া পল্টনের বক্স কালভার্ট রোডে বিআইএ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় ২৬টি লাইফ বীমা কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা উপস্থিত ছিলেন। সভায় বিআইএ’র প্রথম ভাইস-প্রেসিডেন্ট নাসির উদ্দিন আহমেদ (পাভেল)সহ নির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন লাইফ টেকনিক্যাল কমিটির আহবায়ক ও নির্বাহী কমিটির সদস্য মো. জালালুল আজিম।

সভায় লাইফ বীমা কোম্পানির এজেন্ট কমিশন কর্তন, ইউএমপি বন্ধ, দ্রুত দাবি পরিশোধ, এজেন্ট লাইসেন্স নবায়ন ফি ও বিলম্ব ফি হ্রাসকরণ, অনলাইন এজেন্ট প্রশিক্ষণ, গ্রুপ বীমা, আইডিআরএ এবং বিএসইসি কর্তৃক সাঞ্জস্যপূর্ণ অডিট ফার্ম প্যানেল প্রস্তুতকরণ, ব্যাংকাসুরেন্স, বীমা পন্য আধুনিকীকরণ, প্রচারণা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

সভায় বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের নির্বাহী কমিটির সদস্য সৈয়দ বদরুল আলম, আদিবা রহমান, বিএম ইউসুফ আলী, মো. গোলাম কিবরিয়া তাদের সুচিন্তিত মতামত তুলে ধরেন। প্রথম ভাইস-প্রেসিডেন্ট নাসির উদ্দিন আহমেদ (পাভেল) জীবন বীমা খাতের পরিধি সম্প্রসারণ এবং চ্যালেঞ্জসমূহ মোকাবেলায় করণীয় সম্পর্কে ও লাইফ বীমা খাতের উন্নয়নে পরবর্তী কর্মপন্থা সম্পর্কে সভায় অবহিত করেন।

Facebook Comments Box
advertisement

Posted ৭:২৩ অপরাহ্ণ | বুধবার, ২৩ অক্টোবর ২০২৪

desharthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
ভারপ্রাপ্ত সম্পাদক
গোলাম ফারুক
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01759881611

E-mail: editor@desharthonity.com