সোমবার ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকায় ৩০ স্পটে ট্রাকে টিসিবির পণ্য বিক্রি চলছে

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩ | প্রিন্ট

ঢাকায় ৩০ স্পটে ট্রাকে টিসিবির পণ্য বিক্রি চলছে

সারাদেশে টিসিবির কার্ডধারী এক কোটি পরিবারের মাঝে চলমান পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। একই সঙ্গে সাধারণ ভোক্তার কাছে ট্রাক সেলের মাধ্যমে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে।

রাজধানীর ৩০টি পয়েন্টে ট্রাক সেলের মাধ্যমে এসব পণ্য বিক্রি করা হচ্ছে। অর্থাৎ যারা আসবেন, তারা পণ্য পাবেন।

 

রাজধানীতে পণ্য বিক্রির স্পটগুলো হলো: খিলগাঁও রেলগেট, মুগদা মেডিকেল কলেজ সংলগ্ন, মালিবাগ রেলগেট, শনির আখড়া বাসস্ট্যান্ড, আজমপুর কাঁচা বাজার (উত্তরা), মতিঝিল বক চত্বর, ফকিরাপুল বাজার, আব্দুল্লাহপুর মোড়, বাংলাদেশ মেডিকেল কলেজ (ধানমন্ডি), আজিমপুর ছাপড়া মসজিদ, ভিক্টোরিয়া পার্ক, সচিবালয়ের ৩ নম্বর গেটের সামনে, সূত্রাপুর থানার পাশে, কারওয়ান বাজার টিসিবি ভবনের সামনে, মহাখালী কাঁচা বাজার, কচুক্ষেত বাজার (ক্যান্টনমেন্ট), গাবতলী বাসস্ট্যান্ড, কুড়িল বিশ্ব রোড, মিরপুর ১ নম্বর শাহ আলী মাজার, মিরপুর ১০ নম্বর গোল চত্বর, মিরপুর ইসিবি চত্বর, কলেজগেট (হৃদরোগ হাসপাতাল), মোহাম্মদপুর বাসস্ট্যান্ড, ধানমণ্ডি, জিগাতলা, ফার্মগেট আনন্দ সিনেমা হল, রামপুরা বাজার, শাহজাদপুর বাজার, মিরপুর কালশীর মোড়, বেগুনবাড়ী (দিপীকার মোড়), শাহিনবাগ কেন্দ্রীয় জামে মসজিদ।

 

এর আগে সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ে দেশের সার্বিক বাজার পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করেন বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ। এ সময় পণ্য বিক্রি কার্যক্রম শুরুর ঘোষণা দেন।

একজন ক্রেতা দুই কেজি মসুরের ডাল, দুই কেজি সয়াবিন তেল, দুই কেজি আলু ও দুই কেজি পেঁয়াজ কিনতে পারবেন। পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৫০ টাকা, আলু ৩০ টাকা ও মসুর ডাল ৭০ টাকায়, প্রতি লিটার সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১০০ টাকায়।

Facebook Comments Box
advertisement

Posted ১:৫২ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩

desharthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
ভারপ্রাপ্ত সম্পাদক
গোলাম ফারুক
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01759881611

E-mail: editor@desharthonity.com