নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২৭ জুন ২০২৩ | প্রিন্ট
পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের ২৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সোমবার (২৬ জুন) ভার্চুয়াল প্লাটফমে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কোম্পানির সহ-সভাপতি আজিজ এম এরশাদ চৌধুরী।
এছাড়া সভায় উপস্থিত ছিলেন কোম্পানির উপদেষ্টা, এম. কামাল উদ্দিন, চেয়ারম্যান নির্বাহী কমিটি মোহাম্মদ নবী উল্লাহ, সভাপতি, মনোনয়ন, পারিশ্রমিক কমিটি ও স্বতন্ত্র পরিচালক মো. সালাম ওবায়দুল করিম, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সচিব আবদুর রহমান ও কোম্পানির পরিচালক আলহাজ মোহাম্মদ সোলায়মান, ডা. মো. মিজানুর রহমান পিএইচ.ডি এবং মো. সিরাজুলসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা ও সাধারন বিনিয়োগকারীরা।
সভা সঞ্চালনা করেন কোম্পানির উপ-সহ-সভাপতি গিয়াসউদ্দিন মোহাম্মদ মনসুর।
সভায় ৩১ ডিসেম্বর, সমাপ্ত অর্থ বছরের বার্ষিক আর্থিক প্রতিবেদনের উপর আলোচনা করেন পরিচালনা পর্ষদ সদস্য ও বিনিয়োগকারীরা। সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছে ১ টাকা ৯৫ পয়সা, যা আগের বছর ছিলে ২ টাকা ০৮ পয়সা। গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ২০ টাকা ৭৮ পয়সা। বছর সমাপান্তে ব্যবসায়িক এমন পরিসংখ্যানের প্রতি লক্ষ্য রেখে বিনিয়োগকারীদের সাড়ে ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদনসহ পরিচালক নির্বাচন, অডিটর নিয়োগ ও পারিশ্রমিক নির্ধারনসহ যাবতীয় আলোচ্যসূচি শেযারহোল্ডারদের সর্বসম্মতিতে অনুমোদিত হয়।
Posted ৩:৫৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৭ জুন ২০২৩
desharthonity.com | Rina Sristy