নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২০ জুন ২০২৩ | প্রিন্ট
পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ২৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ জুন) ভার্চুয়াল প্ল্যাটফর্মে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান এইচ টি এম কাদের নেওয়াজ।
এ সময় কোম্পানির পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্য ও মুখ্য নির্বাহী কর্মকর্তা আবদুল মতিন সরকারসহ কোম্পানির উর্ধ্বতন কর্মকর্তারা এবং সংশ্লিষ্ট বিনিয়োগকারীরা উপস্থিত ছিলেন।
সভাটি সঞ্চালনা করেন কোম্পানি সচিব মো. কাওসার মুন্সি।
সভায় ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত বছরের বার্ষিক আর্থিক প্রতিবেদনের উপর আলোচনা করেন পরিচালনা পর্ষদ সদস্য ও বিনিয়োগকারীরা। উল্লেখ্য, আলোচ্য বছরে কোম্পানির মোট প্রিমিয়াম ৬৪ কোটি ৫ লাখের বিপরীতে নিট প্রিমিয়াম হয়েছে ৩২ কোটি ৫৬ লাখ টাকা। আগের বছর এক্ষেত্রে ছিল ৫৬ কোটি ৭৪ লাখ টাকার বিপরীতে ৩৩ কোটি ৩২ লাখ টাকা। এছাড়া বিনিয়োগ আয় হয়েছে যথাক্রমে ৭ কোটি ৯৭ লাখ টাকা যা আগের বছর ছিল ৯ কোটি ৯৯ লাখ টাকা।
প্রতিষ্ঠানটি আলোচ্য বছরে অবলিখন মুনাফা সন্তোষজনক সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে। আলোচ্য বছরে প্রতিষ্ঠানটি ৯ কোটি ১০ লাখ টাকা আয় করে যা ২০২১ সালে ছিলো ৪ কোটি ৬৮ লাখ টাকা। প্রতিষ্ঠানটির সম্পদ গত বছরের ১৫১ কোটি ৮৭ লাখ টাকার থেকে বৃদ্ধি পেয়ে ১৫৮ কোটি ৪২ লাখ টাকায় দাঁড়িয়েছে। আলোচ্য বছরে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) এবং শেয়ারপ্রতি সম্পদ (এনএভি) দাঁড়িয়েছে ২.৩৫ টাকা এবং ২০.৭৭ টাকা, যা আগের বছর ছিল ২.২৯ টাকা এবং ১৯.৮৪ টাকা।
সমাপ্ত বছরে প্রতিষ্ঠানটির এমন ব্যবসায়িক সাফল্যে বিনিয়োগকারীদের জন্য ১৩ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে যা বিনিয়োগকারীদের সর্বসম্মতিক্রমে সভার অন্যান্য কর্মসূচীর সাথে যা অনুমোদন লাভ করে।
Posted ৩:৩৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ২০ জুন ২০২৩
desharthonity.com | Rina Sristy