নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ১১ মে ২০২৩ | প্রিন্ট
মালয়েশিয়াতে কম খরচে বাংলাদেশি শ্রমিক পাঠানোর বিষয়ে উভয় দেশ তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। বুধবার (১০ মে) দুই দেশের পররাষ্ট্র সচিবদের বৈঠকে নিরাপদ, সুষ্ঠ ও নৈতিকতাসম্পন্ন অভিবাসনের বিষয়ে উভয়পক্ষের সহযোগিতার বিষয়ে আলোচনা হয়।
পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বাংলাদেশের পক্ষে এবং মালয়েশিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি জেনারেল নরমান মোহামাদ ওই দেশের পক্ষে নেতৃত্ব দেন। পাঁচ বছর পর ঢাকায় তৃতীয় পররাষ্ট্র সচিবদের মধ্যে বৈঠকটি হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জন্য বাংলাদেশের পররাষ্ট্র সচিব মালয়েশিয়ানদের আরও জোরালো ভূমিকা নেওয়ার অনুরোধ করেন। তিনি আসিয়ান ও দিপক্ষীয়ভাবে মিয়ানমারের সঙ্গে যোগাযোগেরও অনুরোধ জানান।
বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, হালাল বাণিজ্য, পর্যটন, শিক্ষা, স্বাস্থ্য, প্রতিরক্ষা ও নিরাপত্তা, কৃষি, মৎস্য ও পশুপালন, আইসিটি, শিপিংসহ অন্যান্য বিষয়েও আলোচনা হয়।
Posted ২:১৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১১ মে ২০২৩
desharthonity.com | Rina Sristy