শনিবার ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

পদোন্নতির দাবিতে কৃষি ব্যাংক কর্মকর্তাদের আলটিমেটাম

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ | প্রিন্ট

পদোন্নতির দাবিতে কৃষি ব্যাংক কর্মকর্তাদের আলটিমেটাম

পদোন্নতি বঞ্চিত কর্মকর্তাদের পদোন্নতি ও বৈষম্য দূরীকরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী অফিসার্স ফোরাম (বিকেবি)। দাবি না মানলে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা না দিয়েছেন তারা।

শনিবার (৩০ নভেম্বর) মতিঝিল বলাকা মোড়ে বাংলাদেশ কৃষি ব্যাংকের ১০ম গ্রেডের কর্মকর্তারা এই মানববন্ধন কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে গোপালগঞ্জ থেকে আসা কৃষি ব্যাংকের কর্মকর্তা কামরুজ্জামান বলেন, চাকরিতে প্রবেশের তিন বছর পার হলেই পদোন্নতি দেওয়ার কথা। কিন্তু আমরা প্রমোশনের বদলে প্রহসনের শিকার। আমাদের অনেকের চাকরির বয়স ৫/৭ বছর হয়ে গেছে, তবুও প্রমোশন হয়নি। ২৪ এর বাংলায় আমরা আর বৈষম্য মেনে নেবো না। আমাদের কৃষি ব্যাংকের ২০০৮ প্রবিধানেই বলা আছে, তিন বছর পরেই প্রমোশন। এতদিন আমরা মুখ বুঝে অনেক কিছু সহ্য করেছি। আমরা মিথ্যা কোনো দাবি নিয়ে রাস্তায় নামিনি। আমরা ন্যায়সংগত দাবি নিয়ে এসেছে।

অন্য বক্তারা বলেন, আমাদের মূল্যায়ন নেই। আমরা মানবেতর জীবনযাপন করছি। প্রমোশনের নিয়ম আছে জেনেই আমরা চাকরিতে প্রবেশ করেছি। আমরা ধৈর্য আর দক্ষতার সঙ্গেই কাজ করেছি, কৃষি ব্যাংকের অনেক উন্নতি হয়েছে, কিন্তু আমাদের কোনো উন্নতি হয়নি। কৃষি ব্যাংকের প্রবিধানমালা অনুযায়ী দিতে হবে।

ব্রাহ্মণবাড়িয়া থেকে আসা কৃষি ব্যাংকের এক কর্মকর্তা বলেন, আমাদের ৯ম গ্রেডের সবার প্রমোশন হয়। কিন্তু আমাদের হয় না। নতুন এমডি এসে গড়িমসি করছেন। আমরা গত আগস্ট মাস থেকে আন্দোলন শুরু করেছি, স্মারকলিপি দিয়েছি। কিন্তু আমাদের দাবির সুরাহা হয়নি। আমাদের সাবেক এমডি বলে গেছেন, ভাইভা ছাড়া পদোন্নতি দিতে। কিন্তু নতুন এমডি এসে তা মানছেন না।

বৈষম্যবিরোধী অফিসার্স ফোরামের (বিকেবি) আহ্বায়ক পনির হোসেন জাগো নিউজকে বলেন, ৯ম গ্রেড থেকে উপর লেভেলের সবার পদোন্নতি হচ্ছে। অথচ আমদের হচ্ছে না। কৃষি ব্যাংকের ৫০ শতাংশ কর্মকর্তা আমাদের ১০ গ্রেডের। দিনরাত পরিশ্রম করেও আমরা পদন্নোতি পাচ্ছি না।

তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত এমডি এসে আমাদের দাবি শুনে আশ্বাস না দেবেন ততদিন আমাদের অবস্থান কর্মসূচি চলবে।

Facebook Comments Box
advertisement

Posted ২:৫৮ অপরাহ্ণ | শনিবার, ৩০ নভেম্বর ২০২৪

desharthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
ভারপ্রাপ্ত সম্পাদক
গোলাম ফারুক
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01759881611

E-mail: editor@desharthonity.com