সোমবার ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ঈদের দিন স্থলবন্দর বন্ধ, সীমিত আকারে চলতে পারে কাস্টমস-পোর্ট

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০১ এপ্রিল ২০২৪ | প্রিন্ট

ঈদের দিন স্থলবন্দর বন্ধ, সীমিত আকারে চলতে পারে কাস্টমস-পোর্ট

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১০ বা ১১ এপ্রিল দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপন হবে। সরকার রমজান ৩০ দিন ও ঈদুল ফিতর ১১ এপ্রিল ধরে আগামী ১০, ১১ ও ১২ এপ্রিল ঈদের ছুটি নির্ধারণ করেছে। তবে গুঞ্জন রয়েছে ঈদের ছুটি আরও একদিন বাড়তে পারে। সরকারি ছুটি চূড়ান্ত না হওয়ায়, ঈদের ছুটিতে স্থলবন্দর এবং কাস্টমস ও নদীবন্দর ব্যবস্থাপনা কীভাবে হবে সে সিদ্ধান্ত এখনো হয়নি।

জানা গেছে, শুধু ঈদের দিন দেশের ২৪টি স্থলবন্দর বন্ধ থাকবে। অন্যদিকে ঈদের ছুটিতে ১০ থেকে ১২ এপ্রিল পর্যন্ত (ঈদের দিন ব্যতীত) কাস্টমস হাউস/স্টেশনগুলোর আমদানি-রপ্তানি কার্যক্রম সীমিত আকারে চালু রাখতে পারে জাতীয় রাজস্ব রোর্ড। একই সিদ্ধান্ত নিতে পারে চট্টগ্রাম বন্দরও।

এবার ঈদে লম্বা ছুটির ফাঁদে পড়তে যাচ্ছে দেশ। আগামী ১১ এপ্রিল বাংলাদেশে ঈদুল ফিতর হতে পারে ধরে নিয়ে চলতি বছরের ছুটির তালিকা বছরের শুরুতেই সাজিয়ে রেখেছে সরকার। সরকারি ক্যালেন্ডারে ঈদের ছুটি ধরা হয়েছে ১০, ১১ ও ১২ এপ্রিল। ঈদের ছুটির পর ১৩ এপ্রিল শনিবার, ১৪ এপ্রিল বাংলা নববর্ষের ছুটি।

এছাড়া ঈদের আগে ৭ এপ্রিল শবে কদরের ছুটি। তার আগের দুদিন ৫ ও ৬ এপ্রিল সাপ্তাহিক ছুটি রয়েছে। ফলে ৮ ও ৯ এপ্রিল ছুটি পেলে সরকারি চাকরিজীবীরা এবার ঈদে ছুটি কাটাতে পারবেন টানা ১০ দিন। তবে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি আগামী ৯ এপ্রিল ছুটি রাখার সুপারিশ করেছে সরকারের কাছে।

Facebook Comments Box
advertisement

Posted ৩:২৩ অপরাহ্ণ | সোমবার, ০১ এপ্রিল ২০২৪

desharthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
ভারপ্রাপ্ত সম্পাদক
গোলাম ফারুক
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01759881611

E-mail: editor@desharthonity.com